সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.৬০ শতাংশ, ফলাফলে এগিয়ে মেয়েরা

আপডেটঃ ১০:২২ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার রাজশাহী বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ।যা গত বছর ছিল ৯১ দশমিক ২৯ শতাংশ।আর জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ শিক্ষার্থী।যা গত বছর ছিল ৩২ হাজার ৮০০ জন।তবে পাস ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

এবারও পাস ও জিপিএ-৫ প্রাপ্তের দিক থেকে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।এছাড়াও কমেছে শতভাগ পাস করা কলেজ ও বেড়েছে শূন্য পাসের কলেজের সংখ্যা।৮ ফেব্রুয়ারী বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এক লাখ ২৬ হাজার ৭০০ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেয়।এর মধ্যে পাস করেছে এক লাখ ৩ হাজার ৩৮৫ জন শিক্ষার্থী।

এবার ছাত্রীদের পাসের হার ৮৫ দশমিক ৮৯ শতাংশ এবং ছাত্রদের ৭৭ দশমিক ৭৭ শতাংশ।এছাড়াও জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৯৫৭ জন ছাত্রী এবং ৯ হাজার ৮৯৮ জন ছাত্র।তিনি আরো বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের আট জেলার ৭৫১টি কলেজ থেকে শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।এর মধ্যে ৩১টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

যা গত বছর ছিল ১৬২ কলেজ।এছাড়াও ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি।যা গত বছর ছিল শূন্য।এদিকে, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক বলেন, রাজশাহী কলেজে পাসের হার ১০০ ভাগ।এবার ৪৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।এর মধ্যে ৪৫৩ জন জিপিএ-৫ পেয়েছে।কমেছে পাসের হার ও জিপিএ-৫।

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে।২০২১ সালের তুলনায় ২০২২ সালে পাসের হার কমেছে ১৫ দশমিক ৬৭ শতাংশ।আর জিপিএ-৫ কম পেয়েছেন ১০ হাজার ৯৪৫ জন শির্ক্ষাথী।
জানা গেছে, ২০২২ সালে এইচএসসিতে পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ।

আর জিপিএ-৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী।২০২১ সালে এইচএসসিতে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৭ শতাংশ।একই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৩২ হাজার ৮০০ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৮টি জেলার ১ লাখ ২৯ হাজার ২৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।এর মধ্যে ৬৮ হাজার ৩৬ জন ছেলে এবং ৬০ হাজার ৯৮৯ জন মেয়ে শিক্ষার্থী।

২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ২০১টি কেন্দ্রে ৭৫২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগ থেকে ৩৪ হাজার ৬১১ জন শিক্ষার্থী, মানবিক বিভাগে ৮০ হাজার ৯৬৪ জন এবং বাণিজ্য বিভাগে ১৩ হাজার ৩৮৭ জন পরীক্ষায় অংশ নেন।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।