রাজশাহী বিভাগীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন
আপডেটঃ ৬:১০ অপরাহ্ণ | জানুয়ারি ১৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- সপ্তাহ ব্যাপি রাজশাহী বিভাগীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন হয়েছে।বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে নগর ভবনের গ্রীণ প্লাজায় মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।রাসিক মেয়র ফিতা কেটে ও আকাশে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন শেষেক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এএইচএম খায়রুজ্জামান লিটন।বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী পুলিশ কমিশনার আনিসুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিটের সভাপতি মাসুদুর রহমান রিংকু।
অধিকাংশ স্থানীয় উদ্যোক্তাদের অংশ গ্রহণে এবারের মেলায় ৬০ টি স্টলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করছে।মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে।আগামী ১২ জানুয়ারী মেলা শেষ হবে।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।