রাজশাহী পুলিশ লাইনে মক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর স্থাপনের উদ্ধোগঃ
আপডেটঃ ১:২৩ অপরাহ্ণ | নভেম্বর ১০, ২০২১
নিউজ ডেস্কঃ
মহান মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশের গেরৈবউজ্জল স্মৃতি সংরক্ষন ও হৃদয়ে লালন এর জন্য মুক্তিযুদ্ধে অংশ গস্খহনকারী রাজশাহীর বীর মুক্তিযোদ্ধ পুলিশ সদস্য ও শহীদদের পরিবারবর্গের সাথে পুলিশ কমিশনার গতকাল মঙ্গলবার বেলা এগারোটায় আরএমপির সদর দপ্তরে মতবিনিময় করেন।মত বিনিময়কালে তিনি জানান জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আহবানে সাড়া দিয়ে রাজশাহীর পুলিশ সদস্যগন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।১৯৭১ সালের ২৫ মার্চ হতে ২৭ মার্চ তিনদিন আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীকে আটকে রাখে।সেই সময় ১৮ জন পুলিশ সদস্য শহীদ হন।পরে ডিআইজি মামুন মাহমুদ ও এসপি এসএ মজিদকে পাকিস্তানি বাহিনী ধরে নিয়ে যায়।এই দুই পুলিশ কর্মকর্তাকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলেন ফলে তারা শহীদ হয়।যা মুক্তিযুদ্ধের সময় রাজশাহীতেই ঘটেছে।রাজশাহী পুলিশ লাইনে মুক্তিযুদ্ধের ইতিহাস রয়েছে।তাই বীর মুক্তিযুদ্ধা পুলিশ সদস্যগনের প্রানের দাবী গনকবরের পাশে মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর করা ও মক্তিযুদ্ধের উপর একটি বই প্রকাশ করা হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার ( প্রশাসন ) মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশন ) মোঃ মজিদ আলী বিপিএম ,উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া ) মোঃ সাজিদ হোসেন ও মুক্তিযোদ্ধসহ শহীদ পরিবারের সদস্যগন এবং পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।