রাজশাহী নগরীর সকল উন্নয়নই দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান: লিটন
আপডেটঃ ১২:২৬ অপরাহ্ণ | এপ্রিল ২৯, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরের ১৩ থেকে ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যার পর রাতে।রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ও আসন্ন সিটিকর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনিত মেয়র প্রার্থী নৌকার মাঝি এএইচএম খায়রুজ্জামান লিটন।অনুষ্ঠানে খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে রাজশাহী নগরীর উন্নয়নে প্রায় তিন হাজার কোটি একটি প্রকল্প অনুমোদন দেন।সেই প্রকল্পের মাধ্যমে নগরীতে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে।উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আবারও নৌকার জয় নিশ্চিত করতে নগরবাসীর প্রতি আহবান জানান।
মেয়র বলেন, এখন নগরীর সকল উন্নয়ন দৃশ্যমান; এবার করতে হবে কর্মসংস্থান।শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির জোর প্রচেষ্টা চালাচ্ছি।ইতোমধ্যে বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ হয়েছে।সেখানে এখন উদ্যোক্তাদের নিয়ে আসতে হবে।সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, সকলের সহযোগিতায় রাজশাহীতে ইতোমধ্যে একটি সুবজ, পরিচ্ছন্ন, সুন্দর, আলোকিত ও এশিয়ার মধ্যে অন্যতম পরিচ্ছন্ন বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হয়েছে।রাজশাহীকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।এ জন্য আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আবারো আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
মেয়র আরও বলেন, আবারো নির্বাচিত হলে রাজশাহী সিটি এরিয়া বৃদ্ধি করা হবে।ভারতের মুর্শিদাবাদের ধূলিয়ান থেকে রাজশাহী হয়ে আরিচা পর্যন্ত নৌ রুট চালুর কাজেও অগ্রগতি হয়েছে।এই নৌরুট চালু হলে রাজশাহীর ব্যবসা-বাণিজ্যের পরিধি বৃদ্ধি পাবে, অনেক মানুষের কর্মসংস্থান হবে।নগরীতে ২টি ফ্লাইওভার ইতোমধ্যে নির্মাণ সম্পন্ন হয়েছে।আরো ৫টি ফ্লাইওভার নির্মাণে টেন্ডার আহ্বান করা হয়েছে।
করোনার কারণে প্রায় দেড় বছর কাজ থেমে থাকে।তা না হলে এই ফ্লাই ওভার গুলো সহ আরো অনেক উন্নয়ন কাজ দৃশ্যমান হতো।মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
আরো বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, শাহ মখদুম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু প্রমূখ।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।