রাজশাহী নগরীতে সেলাই মেশিন ও কম্বল বিতরণ
আপডেটঃ ১২:৫৪ অপরাহ্ণ | জানুয়ারি ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- প্রফেসনাল সোসাল ওয়ার্কস ফাউন্ডেশনের উদ্যোগে (পিএসডব্লিউএফ) রাজশাহীর উদ্যোগে দরিদ্র প্রতিবন্ধী পরিবারের আয় বৃদ্ধির জন্য ৩টি সেলাই মেশিন ও ১০০টি কম্বল প্রদান অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার(২০ জানুয়ারী) সকালে উপশহরে পিএসডব্লিউএফ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন ও কম্বল বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যান পরিষদ পরিচালনা বোর্ড রাজশাহী জেলা সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।পিএসডব্লিউএফ রাজশাহীর সভাপতি মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিএসডব্লিউএফসহ-সভাপতি সমাজসেবা অধিদপ্তর (অব:) সহকারী পরিচালক জায়তুনা খাতুন, ট্রেজারার সমাজসেবা অধিদপ্তর (অব:) সহকারী পরিচালক খোরসেদা নাসরিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এছাড়াও ফাউন্ডেশন ফর উইমেন এ্যান্ড চাইল্ড এ্যাসিসটেন্ট (এফডিসিএ) এর উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শনিবার নগরীর রাজপাড়া হেলেনাবাদ গার্লস হাই সংলগ্ন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।
এ সময় প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ওয়াহেদা খানম লিপি, বাংলার জনপদের সম্পাদক প্রকাশক ড. সাদিকুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।