রাজশাহী-ঢাকাগামী সিল্কসিটি ট্রেনে আগুন
আপডেটঃ ১০:১৩ অপরাহ্ণ | অক্টোবর ১৪, ২০২২
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ১৪ অক্টোবর সকালে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী চলন্ত সিল্কসিটি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ট্রেনটির কোচ নম্বর ৭২১২ নম্বর এসি বগিতে শট শর্ট সার্কিটের কারনে আগুনের ফুলকি দেখা যায়।পরবর্তীতে সেটা নিভিয়ে দেওয়া হয়।তবে গাড়ি বা যাত্রীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।এর পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
রাজশাহী রেলওয়ে বৈদ্যতিক বিভাগের ঊর্ধ্বতন উপ সহকারি প্রকৌশলী (টিএল) রতন কুমার মন্ডল জানন’ ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে যাওয়ার পর পথিমধ্যে সকাল সাড়ে ৮ দিকে আড়ানি-আব্দুলপুর স্টেশনের মাঝামাঝিতে পাওয়ারকার জেনারেটরে ইঁদুর পড়ে শর্টসার্কিট হয়।তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।ফলে কিছুক্ষণ পরে ট্রেনটি আবারও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।