রাজশাহী জেলা হ্যান্ডবললীগের ফল
আপডেটঃ ৫:২১ অপরাহ্ণ | ডিসেম্বর ১৯, ২০২১
নিউজ ডেস্কঃ রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা হ্যান্ডবল লীগের দুটি খেলা অনুষ্টিত হয়েছে।গতকাল রোববার(১৯ ডিসেম্বর) সম্প্রীতি ক্রীড়া চক্র ৩৮-১৮ গোলের ব্যবধানে হারায় গ্রেীনষ্টার ক্লাবকে ও দিনের অন্য খেলায় আবাহনী ক্রীড়া চক্র ২৬-৭ গোলের ব্যবধানে হারায় দিগন্ত প্রসারী সংঘকে।
IPCS News : Dhaka : বাবুল ( রাজশাহী )।