সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের শোক।

আপডেটঃ ৮:২৫ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ

প্রেস বিজ্ঞপ্তিঃ- শুক্রবার (৩ ফেব্রোয়ারী) রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের আহ্বায়ক কমিটির সদস্য আমানুল হাসান দুদুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।বাদ জুম্মা নগরীর আলুপট্টিতে মরহুমের জানাযার নামাজে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।এসময় আরো উপস্থিত ছিলেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, রাবি উপাচার্য গোলাম সাব্বির সাত্তার তাপু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ নগীর গণ্যমান্য ব্যাক্তিবর্গ।জানাযার নামাজ শেষে বাঘায় পরিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

IPCS News : Dhaka : কবীর তুহিন : রাজশাহী।