“রাজশাহী জেলা ডিবি কর্তৃক হেরোইন ও আগ্নেয়াস্ত্রসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার”
আপডেটঃ ২:০২ অপরাহ্ণ | মে ১৮, ২০২২
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ১৬-৫-২০২২ তারিখ দুইজন মাদক ব্যবসায়ীকে হেরোইন ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছেন, ১।মোঃ কামাল (৪১), পিতা-মোঃ মোনায়ারুল ইসলাম, সাং-তাতারপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহী ও ২।মোঃ সাব্বির উদ্দিন (২৮), পিতা-মোঃ সাইনুদ্দিন, সাং-শিবপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহী।গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে রাজশাহী জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আতিকুর রেজা সরকারের নেতৃত্বে ডিবির একটি টিম ১৬-৫-২০২২ ইং তারিখ রাত অনুমান ১১.২০ টার দিকে পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়া গ্রামস্থ বানেশ্বর টু চারঘাটগামী পাকা রাস্তার পূর্ব পাশের রাস্তার উপর একটি মোটর সাইকেলে থাকা গ্রেফতারকৃত আসামিদের শরীর তল্লাশি করে চারশত গ্রাম হেরোইন, একটি লোহার তৈরি আগ্নেয়াস্ত্র (পিস্তল), দুইটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি জব্দ করে।
এছাড়া তাদের বহনকৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়েছে।জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত ও রাজশাহীর বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে থাকে।তাদের বিরুদ্ধে হত্যাকান্ড, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
এছাড়া গত ১৫-৩-২০২২ ইং তারিখ সন্ধ্যারদিকে চারঘাটের শলুয়া ইউনিয়নের তাতারপুর মন্ডলপাড়া গ্রামে শাবাজ মন্ডল নামক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়।সেই মামলার কামাল এজাহারনামীয় ১নং আসামি এবং সাব্বির ৩নং আসামি।
ঘটনার বিষয়ে পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
IPCS News : Dhaka : মোঃ ইফতে খায়ের আলম :
অতিরিক্ত পুলিশ সুপার: রাজশাহী।