রাজশাহী জেলায় এমপিও ভুক্ত হচ্ছেন ১০৪ জন শিক্ষক
আপডেটঃ ৩:৫৯ অপরাহ্ণ | নভেম্বর ১০, ২০২১
নিউজ ডেস্কঃ
রাজশাহী প্রতিনিধি :- এমপিওভুক্ত হচ্ছেন রাজশাহী জেলার ১৭টি ডিগ্রি কলেজের ১০৪ জন শিক্ষক।এর মধ্যে রাজশাহী নগরীতে তিনটি ডিগ্রি কলেজে ১৬ জন শিক্ষক এমপিও ভুক্ত হচ্ছেন।এগুলোর মধ্যে বোয়ালিয়ার শাহ মখদুম কলেজের ৭ জন, মতিহারের ইসলামিয়া কলেজে ৫ জন, শাহ মখদুমের মেট্রোপলিটন কলেজে ৪ জন।জানা গেছে-রাজশাহী জেলায় ১০৪ জন ডিগ্রি তৃতীয় শিক্ষক এমপিওভভুক্ত হচ্ছেন।২০১০ খ্রিষ্টাব্দ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিভিন্ন কলেজে গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ পাওয়া এসব শিক্ষককে এমপিওভুক্ত করার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।অধিদপ্তর থেকে আঞ্চলিক উপপরিচালকদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।এসব শিক্ষককের অনলাইনে এমপিওভুক্তির আবেদন করতে হবে।রোববার (৭ নভেম্বর) এ নির্দেশ দিয়ে আদেশ জারি করা হলেও আদেশটি সোমবার (৮ নভেম্বর) প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।একই সাথে এসব শিক্ষকের তালিকা প্রকাশ করা হয়েছে।
এছাড়া জেলার চারঘাটের নন্দনগাছী ডিগ্রি কলেজের ১১জন শিক্ষক, বাগমার মোহনগঞ্জ ডিগ্রি কলেজের ৪ জন, তাহেরপুর কলেজের ১২ জন, পানিয়া নরদাম ডিগ্রি কলেজের ১৪ জন ও হাটগঙ্গপাড়া ডিগ্রি কলেজের ৪ জন, মোহনপুর গালর্স ডিগ্রি কলেজের ১০ জন, কেশরহাট ডিগ্রি কলেজের ১ জন ও আত্রাই অগ্রণী ডিগ্রি কলেজের ৩ জন।
তানোরের কালীগঞ্জহাট ডিগ্রি কলেজের ৪ জন, বাঘার আড়ানী ডিগ্রি কলেজের ২ জন, পুঠিয়ার পচামাড়িয়া ডিগ্রি কলেজের ১২ জন, দুর্গাপুর কলেজের ৯ জন, গোদাগাড়ীর প্রেমতলী ডিগ্রি কলেজ ও মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের ২ জন শিক্ষক এমপিওভুক্তি হচ্ছেন।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।