রাজশাহী ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফল
আপডেটঃ ১২:২৫ অপরাহ্ণ | ডিসেম্বর ০৮, ২০২১
নিউজ ডেস্কঃ
রাজশাহী বিভাগীয় মহিলা ক্রিড়া কমপ্লেক্স মাঠে ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ২টি খেলা অনুষ্টিত হয়েছে।গতকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর) রিদয় স্পোর্টস ৭ উইকেটে হারায় চিটাগাং কিং-কে।টসে হেওে চিটাগাং কিং ব্যাট করতে নেমে ১৮.২ ওভাওে সবকটি উইকেট হারিয়ে তোলে ১০২ রান।দলের পক্ষে শাসি ২৮ ও ফাহিম ২৮ রান করেন।বিপক্ষে রাহিম ৮ ও ফারুক ১৪ রানে ৩টি করে উইকেট নেন।জবাবে রিদয় স্পোর্টস ব্যাট করতে নেমে ১৪.১ ওভাওে ৩ উইকেট হারিেেয় তোলে ১০৪ রান।দলের পক্ষে তমাল ৪৩ ও আলী ২০ রান করেন।বিপক্ষে মেরাজ ২১ ও মুক্তা ৩৭ রানে ১টি কওে উইকেট নেন।দিনের অন্য খেলায় শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ ৫ উইকেটে বগুড়ার মুসলেম স্মৃতি একাদশ হারায়।টস জয়ী বগুড়ার মুসলেম স্মৃতি ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১২৮ রান।দলের পক্ষে রাজন ৩৪ ও অনিক ২৩ রান করেন।
বিপক্ষে তুহিন ২২ রানে ২টি ও সবুজ ১৪ রানে ১টি উইকেট নেন।জবাবে শহীদ শাসমুল আলম ব্যাট করতে নেমে ১৭ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৩৪ রান।দলের পক্ষে শাওন ৩৬ ও ফরহাদ ২৪ রান করেন।বিপক্ষে সফিক ৩৫ ও আরাফাত ২০ রানে ২টি কওে উইকেট নেন।
IPCS News : Dhaka :