সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফল সাব্বিরের শতক

আপডেটঃ ১১:৪২ পূর্বাহ্ণ | নভেম্বর ২২, ২০২১

নিউজ ডেস্কঃ

রাজশাহী বিভাগীয় মহিলা ক্রিড়া কমপ্লেক্স মাঠে অনুষ্টিত ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর খেলায় গতকাল(২১ নভেম্বর) রোববার আল রশিদ ক্রিকেট একাডেমী ৬ উইকেটে হারায় সি আরসিএ-কে ।টস জয়ী সিআরসিএ ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ৯৪ রান।দলের পক্ষে ইমন ২১ ও ইউসুফ ১৬ রান করেন।বিপক্ষে ইব্রাহিম ১৫ রানে ৩টি ও রাইসুল ১২ রানে ২টি উইকেট নেন।জবাবে আল রশিদ ব্যাট করতে নেমে ১২.১ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ৯৫ রান।দলের পক্ষে সাব্বির ৩৩ ও মোল্লা ২৯ রান করেন।বিপক্ষে জুয়েল ১৫ রানে ৩টি উইকেট নেন।দিনের অন্য খেলায় শহীদ শামসুল স্মৃতি সংসদ সাব্বিরের শতকের সুবাদে ১০০ রানে হারায় রাজশাহী রয়েলকে টস জয়ী শহীদ শামসুল স্মৃতি ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ২২৮ রান।

দলের পক্ষে সাব্বির অপরাজিত ১৪০ ও শাওন ৫৭ রান করেন।বিপক্ষে শুভ ২১ রানে ২টি উইকেট নেন।জবাবে রাজশাহী রয়েল ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১২৮ রান।দলের পক্ষে শুভ ৪৫ ও সুমন ২২ রান করেন।বিপক্ষে সবুজ ২১ রানে ৪টি ও বিকি ২২ রানে ২টি উইকেট নেন।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।