রাজশাহী কলেজের ১৫২তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপন
আপডেটঃ ৫:১৮ অপরাহ্ণ | এপ্রিল ০৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাাজশাহী:- ১৫১ বছর পেরিয়ে ১৫২তম বছরে পা রাখলো হিরণ্ময় ঐতিহ্যের ধারক দেশসেরা রাজশাহী কলেজ।১৮৭৩ সালে প্রতিষ্ঠিত কলেজটি বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির বিকাশে এক অনন্য ভূমিকা পালন করে আসছে।১৫১ বছরের পথ পরিক্রমায় কলেজটিতে গড়ে উঠেছে সুসংহত ও দৃষ্টিনন্দন অবকাঠামো এবং শিক্ষা সহায়ক সুন্দর পরিকাঠামো।প্রতিষ্ঠানটির নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি ও একাডেমিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করার ফলে উন্নত ও মানসম্মত শিক্ষার প্রসারে রাজশাহী কলেজ হয়ে উঠেছে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ।
১৫১ বছর পেরিয়ে ১৫২তম বর্ষে পদার্পণের এই গৌরবোজ্জ্বল দিনটিকে স্মরণীয় করে রাখতে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলুন ও ফেস্টুন উড়ানো ও প্রতিষ্ঠা দিবসের কেক কাটা।প্রতিষ্ঠা দিবস উদ্যাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক।
এ সময় রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, প্রতিষ্ঠা দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
গত সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এর নেতৃত্বে রাজশাহী কলেজের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজ প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক।সংক্ষিপ্ত আলোচনায় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী বলেন প্রতিষ্ঠার পর থেকেই এতদাঞ্চলে শিক্ষা বিস্তারে রাজশাহী কলেজ গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে চলেছে।
মানসম্মত শিক্ষা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে রাজশাহী কলেজ ভবিষ্যতেও অনন্য ভ‚মিকা পালন করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।রাজশাহী কলেজ প্রতিষ্ঠায় যাঁদের অবদান রয়েছে প্রতিষ্ঠা দিবসে তিনি তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও সোনার বাংলা বিনির্মাণ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত উন্নত ও স্মার্ট বাংলাদেশ গঠন এবং এসডিজি-৪ এ শিক্ষাক্ষেত্রে অঙ্গীকার পালনে রাজশাহী কলেজ পরিবার বদ্ধপরিকর।
শিক্ষাক্ষেত্রে অভিষ্ঠ লক্ষ্য অর্জনে রাজশাহী কলেজ পরিবার সবসময় তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।তিনি বিনয়াবনত চিত্তে স্মরণ করেন যাদের বদান্যতা, শ্রম ও মেধায় রাজশাহী কলেজ প্রতিষ্ঠিত হয়েছে।প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের উপস্থিত হবার জন্য তিনি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
সন্ধ্যা ০৭:৩০ টায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে ১৫২তম প্রতিষ্ঠা দিবসের বিশেষ কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
IPCS News : Dhaka : বাবুল : রাাজশাহী।