রাজশাহী আন্তঃস্কুল বাস্কেটবল প্রতিযোগিতায় বালিয়াপুকুর বিদ্যা নিকেতন চ্যাম্পিয়ন
আপডেটঃ ১২:২০ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৯, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী জেলা জিমনাসিয়ামে দুইদিনব্যাপী অনুষ্টিত আন্তঃস্কুল বাস্কেটবল প্রতিযোগিতা সকালে দুটি সেমিফাইনাল খেলা অনুষ্টিত হয়।প্রথম সেমিতে বালিয়াপুকুর বিদ্যানিকেতন ৩৯-১২ পয়েন্টে রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালকে হারিয়ে ফাইনালে উঠে।২য় সেমিফাইনাল খেলায় রাজশাহী শিক্ষা বোর্ড সরকারী মডেল স্কুল এ্যান্ড কলেজ ২৯-২১ পয়েন্টে ডাসমারী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উঠে।বিকেলে অনুষ্টিত ফাইনাল খেলায় বালিয়াপুকুর বিদ্যানিকেতন ৬২-৪২ পয়েন্টে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারী মডেল স্কুল এ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।গতকাল শনিবার (১৮ ফ্রেরুয়ারী) খেলা শেষে রাজশাহী জেলা বাস্কেটবল সমিতির সভাপতি মোঃ মোমিনুল আলমের সভাপতিত্বে এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারন সম্পাদক লেঃ কমান্ডার (অবঃ) এ কে সরকার।
এর আগে তিনি বলেন রাজশাহীতে এই বাস্কেটবল প্রতিযোগিতার সমাপনী দিনে আমাকে দাওয়াত দিয়ে আনার জন্য রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগনকে ফেডারেশনের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।এছাড়াও তিনি বলেন এই প্রতিযোগিতার আয়োজন ও খেলা দেখে আমি আনন্দিত ও গর্বিত।
আমি বাস্কেটবল খেলার উন্নয়নের স্বার্থে রাজশাহীতে ফাইবার বাস্কেটবল বোর্ড প্রদানসহ আয়োজিত প্রতিটি খেলার জন্য আর্থিক সহযোগিতা করা হবে।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ খায়রুল আলম ফরহাদ, সমাজ সেবক মোঃ আবরার নুহিন।
এ সময় জেলা বক্সিং সমিতির(সিনিয়র) সদস্য সচিব মোঃ শফিউল ইসলাম মাসুদসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।