রাজশাহী আইন শৃংখলা কমিটির সভায় সুষ্ঠু তদন্তের দাবী
আপডেটঃ ১১:৪৬ পূর্বাহ্ণ | অক্টোবর ০৯, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় অস্ত্র ও মাদকদ্রব্যসহ কোচিং স্টোরের মালিক শিক্ষক গ্রেফতারের ঘটনাটির সুষ্টু তদন্তের দাবী জানানো হয়েছে।গত রোববার (১০ অক্টোবর) বেলা ১১ টায় রাজশাহী নগরীর উপশহর এলাকায় ভাঙ্গা জংধরা পাকিস্তানী রিভলভর, ৩ রাউন্ড গুলি, ১৪৪ পিস ইয়াবা ,৫০ গ্রাম আইসসহ কোচিং সেন্টারের মালিক শিক্ষক মজনু আহমেদ সাগরকে আটক করা হয়েছে।আইনশৃংখলা কমিটির উন্মুক্ত আলোচানা সভায় রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমান সুষ্ঠু তদন্তের দাবী জানিয়ে বলেন আটককৃত কোচিং সেন্টারের মালিকের অভিভাকগন সংবাদ সম্মেলন করে বলেছেন সাগকে ফাঁসানো হয়েছে।সাগর সুনামের সাথে ধীর্ঘদিন ধরে কোচিং ব্যবসা চালিয়ে আসছেন।তার প্রতিষ্ঠানের শিক্ষথীর সংখ্যা প্রায় ৮ শতাধিক।তার ব্যবসায়ীক ক্যারিয়ার ধ্বংস করার অভিপ্রায়ে তাকে আটক করানো হয়েছে।
সাগর জীবনে একটি পান সিগারেটও খায়নি।তাকে ভাঙ্গা জংধরা রিভলভর ও মাদকদ্রব্য গাড়িতে রেখে আটক করা হয়েছে।সংবাদ সম্মেলন থেকে যারা এ ঘটনা সাজিয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত স্বাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবী জানানো হয়েছে।সাইদুর রহমান বলেন এ বিষয়ে কোন র্যাবের সদস্য জড়িত থাকলে তা তদন্ত করে দেখা উচিৎ।
তিনি বলেন ইতিপুর্বে নারায়গঞ্জে র্যাবের হাতে সাত খুনের ঘটনা ঘটেছে।ওই খুনের ঘটনায় ১১ র্যাব কর্মকর্তা সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে বন্দী রয়েছেন।এতে র্যাবের ভাবমুর্তি দেশ-বিদেশে দারুনভাবে ক্ষুন্ন হয়েছে।তাই র্যাবের কোন অসৎ সদস্য নিরীহ মানুষদেরকে ফাঁসানোর কাজে ব্যবহার হতে না পারে সে বিষয়ে র্যাবের উর্দ্ধতন কর্মকর্তাগনকে সজাগ রাখার আহবান জানান।
সভায় উপস্থিত র্যাব-৫ এর টু আই সি হাসান বলেন কোচিং সেন্টারের মালিক শিক্ষককে আটকের ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে।রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান রাজশাহী নগরীতে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য যারা ১০/২০ বছর ধরে আরএমপিতে কর্মরত আছেন তাদের অবিলম্বে বদলি করার দাবী জানান।
আইনশৃংখলা কমিটির সভাপতি জেলা প্রশাসক শামীম আহমেদ আসন্ন শারদীয় দূর্গাপুজা যাতে শান্তিপুর্নভাবে অনুষ্টিত হয় সে বিষয়ে সহলের সহযোগিতা কামনা করেন।এ সময় আরএমপি, জেলা পুলিশের প্রতিনিধি, সিভিল সার্জন, এনএসআইয়ের যুুগ্ম-পরিচালক ,সকল উপজেলার ইউএনও, চেয়ারম্যান, বিভিন্ন পৌরসভার মেয়র ও বিভিন্ন সেক্টরের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।