রাজশাহীর বাঘা থেকে আগ্নেয়াস্ত্রসহ ১ জনকে আটক করেছে র্যাব
আপডেটঃ ১২:৪৪ অপরাহ্ণ | জানুয়ারি ০২, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর বাসায় অভিযান চালিয়ে ওয়ান গান সুটার,পিস্তুল ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।৩০ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় জেলার বাঘা থানার, হরিরামপুর এলাকায় অভিযান চাললিয়ে বিদেশী পিস্তল-০১টি, ওয়ান শুটারগান-০১টি, ম্যাগজিন-০১টি, গুলি-০২ টি, মোবাইল-০১টি, সীমকার্ড-০২ টি উদ্ধারসহ মোঃ এমদাদুল হক (৩৪)করে আটক করে।আটক অস্ত্র ব্যবসায়ী জেলার তনোর থানার মথুরাপুর গ্রামের মৃত হাফেজ ছেলে।র্যাব-৫ জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদে জানতে পারে, রাজশাহী জেলার বাঘা থানাধীন সাজিপাড়া বটতলা থেকে যাত্রীবেশে ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে ২ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ বিক্রয়ের জন্য হরিরামপুর বাজার এলাকার দিকে যাচ্ছে।উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল হরিরামপুর গ্রামস্থ নির্মিত নাদেরা সাকো (ব্রীজ) এর দুই পার্শ্বে গোপনে অবস্থান করে।
এসময় ব্রীজের উপর ব্যাটারী চালিত অটোরিক্সাটি আসলে থামানোর জন্য সিগন্যাল দেয়া মাত্রই অটোরিক্সাতে থাকা ২ জন ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুত দৌড়ে পালানোর চেষ্টা কালে ১জনকে আটক করতে সক্ষম হয় এবং অপরজন ভ্যান থেকে লাফ দিয়ে আম বাগানের ভিতরে দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
র্যাবের টিম আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরিহিত ট্রাউজার প্যান্টের সামনের কোমরের সাথে খাকী ও কালো রংয়ের কসটেপ দ্বারা পেঁচিয়ে অভিনব কায়দায় লুকানো অস্ত্র ও গুলি গুলো উদ্ধার করে।র্যাব আরো জানায় আটককৃতকে জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে, সে পেশায় একজন রাজমিস্ত্রী।
সে তার পেশার আড়ালে উদ্ধারকৃত পিস্তল, ওয়ান শ্যুটার গান ও ম্যাগজিন অজ্ঞাত স্থান হইতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল।এই ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।