সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর বাগমারায় কৃষককে পিটিয়ে হত্যা

আপডেটঃ ৪:৩৭ অপরাহ্ণ | ডিসেম্বর ০৮, ২০২১

নিউজ ডেস্কঃ

রাজশাহী প্রতিনিধি:- রাজশাহীর বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।নিহত  কৃষকের নাম নজরুল ইসলাম (৪০)।গত মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় পাইকপাড়া বিলে এ ঘটনা ঘটে।এছাড়া গুরুতর আহত হয়েছে, নিহতের ভাতিজা আরছান আলী (১৮)।তাকে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার পাইকপাড়া গ্রামের বারিকুল্লা সরদারের ছেলে আব্দুল খালেক, আব্দুল মালেক ও গিয়াস উদ্দিনের সঙ্গে একই গ্রামের সদর উদ্দিনের ছেলে নজরুল ইসলামের দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

গত মঙ্গলবার গ্রামের লোকজনের উপস্থিতিতে আমিন দিয়ে বিরোধপূর্ণ জমি মাপ যোগ করা হচ্ছিল।এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল খালেক, আব্দুল মালেক ও গিয়াস উদ্দিন ইট দ্বারা আঘাত করে ও লাঠি দিয়ে পিটিয়ে কৃষক নজরুল ইসলামকে হত্যা করে।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।চাচাকে উদ্ধার করতে গেলে হামলাকারীরা তার ভাতিজা আরছান আলীকেও পিটিয়ে আহত করে।

বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহমেদ জানান, ঘটনার সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে।হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।