সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ১০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার: ১

আপডেটঃ ১:৫৭ অপরাহ্ণ | অক্টোবর ১৪, ২০২৪

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- গত ১২ই অক্টোবর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কুমরপুর গ্রাম হতে বিকাল ০৪:২০ টায় একজন মাদক কারবারিকে ১০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তের নাম ১।মো: লাল্টু মিয়া ওরফে রমজান আলী (৪৫)।মো: লাল্টু মিয়া ওরফে রমজান আলী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কুমরপুর গ্রামের মৃত ঝান্টু ঘোষের পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: আব্দুর রহিম ও ফোর্স-সহ গত ১২ই অক্টোবর ২০২৪ খ্রি. দুপুর ০২:৩০ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ি ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কুমরপুর গ্রামস্থ অভিযুক্তের বসতবাড়ির পূর্ব-দুয়ারি টিনের ঘরের বারান্দায় একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।এমন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো: আব্দুর রহিম ও ফোর্স-সহ একই তারিখ দুপুর ০৩:৫০ টায় অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বিকাল ০৪:২০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো: লাল্টু মিয়া ওরফে রমজান আলীর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির কোমরে ডানপাশের গোজা অবস্থায় একটি সাদা স্বচ্ছ পলিথিনের প্যাকেটে মুখবন্ধ অবস্থায় বাদামিবর্ণের গুড়াপদার্থ অবৈধ মাদকদ্রব্য ১০০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে।

হেরোইন উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

IPCS News : Dhaka : মো: রফিকুল আলম : অতিরিক্ত পুলিশ সুপার : রাজশাহী।