রবিবার ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ৬৫ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার: ২

আপডেটঃ ১২:২৯ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৫, ২০২৪

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- গত ০৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন হলিদাগাছী তালতলা গ্রাম হতে বিকাল ০৩:৫০ টায় দুইজন মাদক কারবারিকে ৬৫ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম মোছা: আয়শা খাতুন (৪০) ও মোছা: লিপি খাতুন (২৫)।মোছা: আয়শা খাতুন রাজশাহী জেলার চারঘাট থানার মোক্তারপুর মন্ডলপাড়া গ্রামের মো: টিটুল আলীর স্ত্রী এবং মোছা: লিপি খাতুন একই জেলার একই থানার হলিদাগাছী তালতলা গ্রামের মো: রিপন আলীর স্ত্রী।ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স-সহ গত ০৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. বিকাল ০৩:৩০ টায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন হলিদাগাছী রেলগেট ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার চারঘাট থানাধীন হলিদাগাছী তালতলা গ্রামস্থ তালতলা হতে জয়পুরগামী পাকা রাস্তার ওপর জনৈক মো: সেলিমের বাড়ির সামনে দুইজন মহিলা অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করছিলো।এমন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নি:) মুহা: রুহুল আমিনের নেতৃত্বে এসআই (নি:) মো: মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স-সহ গতকাল ০৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. বিকাল ০৩:৪০ টায় অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বিকাল ০৩:৫০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোছা: আয়শা খাতুনের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ৪৫ গ্রাম হেরোইন ও মোছা: লিপি খাতুনের নিকট হতে ২০ গ্রাম হেরোইন-সহ তাদেরকে গ্রেফতার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, অপর দুইজন সহযোগী মাদকব্যবসায়ী অভিযুক্ত মো: টিটুল আলী (৪২), পিতা-মো: সামছুল হক, সাং-মোক্তারপুর মন্ডলপাড়া ও মো: রাহুল (৩০), পিতা: মো: সাদেক আলী, সাং: গোপালপুর, উভয় থানা-চারঘাট, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।ধৃত অভিযুক্ত মোছা: লিপি খাতুনের বিরুদ্ধে ইত:পূর্বে চারঘাট থানায় মাদক মামলা রয়েছে।

হেরোইন উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

IPCS News : Dhaka : মো: রফিকুল আলম : অতিরিক্ত পুলিশ সুপার : ডিএসবি : রাজশাহী।