সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর জেলার ডিবি পুলিশ কর্তৃক ০৩ কেজি গাঁজা-সহ গ্রেফতার: ১

আপডেটঃ ১২:৩১ অপরাহ্ণ | নভেম্বর ০৪, ২০২৪

নিউজ ডেস্কঃ

রাজশাহীর:- আজ ০২রা নভেম্বর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চাপাল গ্রাম হতে দুপুর ০২:৫৫ টায় একজন মাদককারবারিকে ০৩ কেজি গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তের নাম শ্রী রঞ্জিত কুমার (৩০)।শ্রী রঞ্জিত কুমার রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মোল্লাপাড়া গ্রামের শ্রী কুরান চায়-এর পুত্র।ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো: মাহবুব আলম ও ফোর্স-সহ আজ ০২রা নভেম্বর ২০২৪ খ্রি. দুপুর ০২:৩০ টায় গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ি বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানাধীন চাপাল গ্রামস্থ বায়তুল সালাম জামে মসজিদের সামনে রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী পাকা রাস্তার ওপর দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।

এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশে ওসি, ডিবির নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: মাহবুব আলম ও ফোর্স-সহ আজ ০২রা নভেম্বর ২০২৪ খ্রি. দুপুর ০২:৩৫ টায় অভিযান পরিচালনা করে।

এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে একই তারিখ দুপুর ০২:৫৫ টায় রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযুক্ত শ্রী রঞ্জিত কুমার-এর দেহ তল্লাশিকালে তার ডান হাতে থাকা একটি সাদা বাজার করা ব্যাগের মধ্যে রক্ষিত পুরাতন খবরের কাগজে মোড়ানো পলিথিন দ্বারা আবৃত একটি পোটলায় সুতলি দিয়ে বাঁধা অবস্থায় ০৩ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ তাকে গ্রেফতার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী মো: মাইনুল ইসলাম (৩৫), পিতা: মো: আইয়ুব আলী, সাং-হরিপুর নলপুকুর, থানা-দামকুড়া, রাজশাহী মহানগর, রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

IPCS News : Dhaka : মো: রফিকুল আলম : অতিরিক্ত পুলিশ সুপার : রাজশাহী।