সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর চারঘাটের তানভীর পেল হুইল চেয়ার

আপডেটঃ ৮:৪৯ অপরাহ্ণ | জানুয়ারি ০২, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহীর চারঘাটের তানভীর পেল হুইল চেয়ার।দশ বছর আগে তাকে একটি হুইল চেয়ার কিনে দেয়া হয়।সেটি সম্প্রতি ভেঙ্গে যায়।পরিবারে পক্ষ থেকে আবারো একটি চেয়ারের জন্য আবেদন করা হলে তাদের সমাজসেবা অধি-দপ্তরে যোগাযোগ করতে বলা হয়।সেখানে সরবরাহ নেই বলে জানানো হয়।বিষয়টি জানতে পেরে পরিবর্তন ও সোহেল সরকার ফাউন্ডেশন গতকাল সোমবার (২ জানুয়ারী) সকালে তানভীরকে একটি হুইল চেয়ার দেয়।চারঘাটের ভায়ালক্ষীপুর এলাকার চাদপুরের এই বালক তানভীর আহাম্মেদ সেলিব্রাল পলসিতে আক্রান্ত।জন্মের পরে তার বাবা তাদের ছেড়ে চলে যায়।মায়ের অন্য জায়গাতে বিয়ে হওয়ার কারনে সে বর্তমানে নানী মামাদের সাথে থাকে।তার বয়স ১৪ বছর।দৈনন্দিন সব কাজের জন্য তাকে অন্যের ওপর নির্ভর করে চলতে হয়।

বর্তমানে সে বনকিশোর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।এসময় উপস্থিত ছিলেন মহিলা পরিষদ জেলা সভাপতি কল্পনা রায়, জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক (লিগ্যাল) অ্যাড. দিল সেতারা বেগম চুনি, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, পরিবর্তনের পরিচালক রাশেদ রিপন ও প্রোগ্রাম অফিসার সোমা হাসান ও অন্যান্যরা।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।