সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর উন্নয়ন ও শান্তি বজাই রাখতে ওয়াকার্স পাটি রাজপথে থাকবে

আপডেটঃ ১:৪৮ অপরাহ্ণ | অক্টোবর ৩০, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- বিএনপি-জামাতের সহিংংসতার হরতালের প্রতিবাদে বাংলাদেশ ওয়াকার্স পার্টি রাজশাহী মহানগরের উদ্দ্যোগে সাহেকব বাজার জীরো পয়েন্টে অবস্থান কর্মসুচি পালন করেছে। গতকাল রোববার(২৯ অক্টোবর) অবস্থান কর্মসুচিতে সভাপতিত্ব করেন ওয়াকার্স পার্টির রাজশাহী মহানগর সম্পাদক মন্ডলীর সদস্যমোঃ সিরাজুর ররহমান খান।এই কর্মসুচিতে প্রধান বক্তার বক্তব্য দেন সাধারণ সম্পাদক দেবাশীূষ প্রামানিক দেবু।সমাবেশে বক্তরা বলেন বিএনপি-জামাত আবার নতুন করে দেশের রাজনীতিকে ঘোলা করার জন্য সাধারন মানষকে জিম্মি করছে।গাড়িতে অগ্নি সংযোগ করছে।নির্মম ভাবে পুলিশ সদস্যদের হত্যা করায় তীব্র ন্দিা জাননো হয়েছে।আমেরিকা সমগ্র বিশ্বে অগন্রতান্ত্রিভাবে সাধারন মানুষের উপরে যুদ্ধ ঘোষনা করেছে আর বাংলাদেশে এসে তারা গণতন্ত্রের চর্চা করছে।

আমেরিকা, বিএনপি-জামাতের কোন ষড়যন্ত্রের কাজে আসবেনা জনগন ঐক্যবদ্ধ রয়েছে।এছাড়াও রাজশাহরি উন্নয়ন ও শান্তি বজায় রাখার জন্য ওয়াকাসৃপার্টি রাজপথে থেকে জননেনতা ফজলে হোসেন বাদশার নেতৃত্বে বিএনপি-জামাতের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যাবে হুসিয়ারী দেয়া হয়েছে।অবস্থান কর্মসুচিতে সঞ্চলনা করেন মহানগর সম্পাদক মন্ডলীর সদস্য নাজমুল করিম।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।