রাজশাহীতে ৪০ কেজি গাঁজাসহ আটক ৩
আপডেটঃ ৫:৫৪ অপরাহ্ণ | আগস্ট ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে গাঁজার বড় চালান আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।৩ জুলাই বৃহস্পতিবার ভোরে নগরীর দামকুড়া থানার আলমগঞ্জ এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে একটি কার্গো ট্রাকে তল্লাশী করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ সময় তিনজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার গোপিমাথপুর গ্রামের আসলাম কাজীর ছেলে মোস্তাইন কাজী (২৭), এই মাঝিগাতী গ্রামের সাফায়েত মোল্লার ছেলে রিপন মোল্লা (২২) ও একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে ওমর ফারুক শেখ (২২)।রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ মহাসড়কে আলমগঞ্জে চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশী চালানো হয়।
এ সময় একটি কার্গো ট্রাক গাড়ী তল্লাশী করে ৪০ কেজি গাঁজা পাওয়া যায়।পরে ওই গাড়ি থেকে তিনজনকে আটক করা হয়।গাঁজা গুলো চাঁপাই নবাবগঞ্জ থেকে গোপালগঞ্জ নিয়ে যাচ্ছিল।এ ব্যাপারে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।