রাজশাহীতে ২ লাখ ৮৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
আপডেটঃ ৫:০২ অপরাহ্ণ | ডিসেম্বর ০৯, ২০২১
নিউজ ডেস্কঃ
রাজশাহী প্রতিনিধি:রাজশাহী জেলায় ২ লাখ ৮৯ হাজার ৭৭৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।চারদিন ব্যাপি ১ হাজার ৭৫৪ টি কেন্দ্রে এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।এনিয়ে আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিক অবহিতকরণ সভায় এসব কথা জানানো হয়।(রাজশাহী সিটি করপোরেশন ছাড়া) এসময় জানানো হয়- আগামি ১১ থেকে ১৪ ডিসেম্বর শনিবার থেকে চার দিনব্যাপি রাজশাহী জেলায় সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।ভিটামিন খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে-১১ মাস বয়সী শিশু ২৮ হাজার ৯৫১ জন ও ১২ মাস বসয়ী শিশু ২ লাখ ৬০ হাজার ৮২৭ জন।অন্যদিকে, আউটরীচ কেন্দ্র থাকবে ১ হাজার ৭৪৪টি, স্থায়ী কেন্দ্র থাকবে ১০ টি।অন্যদিকে, স্বাস্থ্য সহকারী থাকবে ১৬৮ জন, সিএইচসিপি থাকবে ২৩২ জন, পরিবার কল্যাণ সহকারী থাকবে ২৮২ ও স্বেচ্ছাসেবক থাকবে ৫ হাজার ২৬২ জন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৬ থেকে ১১ মাস বসয়ী প্রতিটি শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ( ১ লাখ আই.ইউ) খাওয়ানো হবে।১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ( ২ লাখ আেই.ইউ) খাওয়ানো হবে।জন্মের পর পর (১ ঘন্টার মধ্যে) শিশুকে শাল দুধ খাওয়ানোরসহ প্রথম ৬ মাস শুধুমাত্র মায়ের বুকের দুখ খাওয়াতে হবে।
এছাড়া শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের বুকের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়াতে হবে।এসময় উপস্থিত ছিলেন-ডেপুটি সিভিল সার্জন ডা. রাজিউল হক, এম ও সিএস ডা. বায়েজিত, ডা. খুরশিদুল ইসলাম, জেলা ইপিআই সুপার নূর মোহাম্মদ প্রমুখ।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।