রাজশাহীতে ২০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ডে’পণ্য বিক্রি শুরু
আপডেটঃ ৪:৫৫ অপরাহ্ণ | মার্চ ১৯, ২০২২
নিউজ ডেস্কঃ
রাজশাহী:-২০ মার্চ থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারাদেশের ন্যায় রাজশাহীতে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।এনিয়ে গতকাল শনিবার দুপুর ১২ টায় রাজশাহী জেলা প্রসাশকের কার্যলয়ে সার্বিক প্রস্তুতি বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা প্রসাশক মো: আব্দুল জলিল।এসময় তিনি বলেন, ২০ থেকে ২৯ মার্চ পর্যন্ত রাজশাহী জেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলে মোট দুই লাখ মানুষের কাছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি চিনি, দুই কেজি মসুর ডালের প্যাকেট দেওয়া হবে।আর দ্বিতীয় কিস্তির পণ্য দেওয়া হবে ৩ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত।সেখানে পণ্য যোগ হবে দুই কেজি করে ছোলা।জেলা প্রসাশক আরো বলেন, টিসিবির পণ্যের যে কোন অনিয়ম ঠেকাতে কঠোরভাবে মনিটরিং করা হবে।এসময় জেলা প্রসাশনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দরা উপিস্থত ছিলেন।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।