সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে ১২০০ জনকে দেওয়া হয়েছে করোনা বুস্টার ডোজ

আপডেটঃ ৬:১১ অপরাহ্ণ | ডিসেম্বর ২৯, ২০২১

নিউজ ডেস্কঃ

রাজশাহী প্রতিনিধি :- গতকাল ২৯ ডিসেম্বর থেকে দেয়া শুরু হয়েছে করোনার বুস্টার ডোজ।প্রথম দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৮০০ ও পুলিশ লাইন হাসপাতালে ৪০০ জনকে ফাইজারের বুস্টার ডোজ টিকা দেয়া হয়।পর্যায়ক্রমে বাড়ানো হবে এর পরিধি।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, বুধবার সকাল নয়টায় শুরু হয়ে এই টিকাদান চলে দুপুর ১ টা পর্যন্ত।কমপক্ষে যাদের পুর্বে টিকা প্রদান ৬ মাস অতিক্রান্ত হয়েছে এবং এসএমএস পেয়েছেন সেসব ষাটোর্ধ্ব ব্যক্তিরা প্রথম দিনে বুষ্টার ডোজ গ্রহনের সুযোগ পেয়েছেন।খুব  শীঘ্রই জেলার ৯ উপজেলাতেও বুস্টার ডোজ প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।রাজশাহী জেলায় এ পর্যন্ত প্রথম ডোজ করোনা টিকা নিয়েছেন প্রায় ১২ লাখ সাড়ে ৬১ হাজার জন।আর দ্বিতীয় ডোজ করোনা টিকা নিয়েছেন প্রায় ৮ লাখ ৩৬ হাজার জন।

IPCS News : Dhaka :  আবুল কালাম আজাদ : রাজশাহী।