সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে ১১৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক

আপডেটঃ ৪:০৮ অপরাহ্ণ | অক্টোবর ২৬, ২০২১

নিউজ ডেস্কঃ

রাজশাহী প্রতিনিধি :- রাজশাহীর বাঘায় ১ (এক) লক্ষ ১৮ হাজার টাকা মূল্যের ১১৮ বোতল ফেন্সিডিলসহ সাগরী বেগম(৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আটকে নারী উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মহাজনপাড়া গ্রামের শামসুল প্রামানিক(৪৫) এর স্ত্রী।সোমবার (২৫-১০-২০২১) দিবাগত রাতে ওই নারির নিজ বাড়ি থেকে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।এসময় নারির স্বামী শামসুল প্রামানিক সহ মনিরুল ইসলাম মনি (৩০) নামের আরেকজন পালিয়ে যায়।এ বিষয়ে ওই নারিসহ ৩জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই এম,এ কুদ্দুস।বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান,তার দিক নির্দেশনায় এসআই এম,এ কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে।

এসময় ওই নারির বাড়ি তল্লাশি করে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।ফেন্সিডিলগুলো, নিজ বাড়ির শয়ন কক্ষের খাটের নীচে ছিল।মঙ্গলবার (২৬অক্টোবর) নারিকে আদালতে প্রেরণ করা হেেয়ছে।চিহিৃত মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।