রাজশাহীতে সাবকে ছাত্রলীগ প্রকৌশলীদরে উদ্যোগে জাহানারা জামানরে মৃত্যু-র্বাষকিী পালতি
আপডেটঃ ৯:১৮ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী ব্যুরো:- সাবকে ছাত্রলীগ প্রকৌশলীবৃন্দরে পক্ষ থকেে নানা র্কমসূচরি মধ্য দয়িে জাতীয় চার নতোর অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানরে সহর্ধমণিী এবং বাংলাদশে আওয়ামী লীগরে সভাপতমিন্ডলীর সদস্য ও রাজশাহী সটিি র্কপােরশেনরে ময়ের এ.এইচ.এম খায়রুজ্জামান লটিনরে মাতা মরহুমা জাহানারা জামানরে ষষ্ঠ মৃত্যু র্বাষকিী পালতি হয়ছে।আজ সোমবার (০৬ ফব্রেুয়ার) দিনব্যাপী তারা এসব র্কমসূচি পালন করনে।এর মধ্যে জাতীয় চার নতোর অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও তার সহর্ধমণিী মরহুমা জাহানারা জামানরে সমাধতিে পুষ্পস্তবক র্অপণ করনে তারা।এরপর সোমবার বাদ যোহর সাবকে ছাত্রলীগ প্রকৌশলীবৃন্দরে পক্ষ থকেে মরহুমা জাহানারা জামানরে ষষ্ঠ মৃত্যু-র্বাষকিী উপলক্ষে নগরীর উপশহর দারুল উলুম মাদ্রাসায় পবত্রি কোরআন খতম, দোয়া ও মাদ্রাসার ছাত্রদরে মাঝে খাবার বতিরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতথিি হসিবেে উপস্থতি ছলিনে-মরহুমা জাহানারা জামানরে দৌহত্রি বাংলাদশে আওয়ামী লীগরে বন ও পরবিশে বষিয়ক উপ-কমটিরি সদস্য এবং রাজশাহী জলো আওয়ামী লীগরে সদস্য ডা. আনকিা ফারহিা জামান র্অণা।এসময় প্রধান অতথিি ওই মাদ্রাসার উন্নয়নে র্আথকি অনুদান প্রদান করনে।
অনুষ্ঠানে সাবকে ছাত্রলীগ প্রকৌশলীবৃন্দরে মধ্যে উপস্থতি ছলিনে- প্রকৌশলী মো. হারুন অর রশদি, প্রকৌশলী মো. রাইসুল ইসলাম রোজ, প্রকৌশলী মো. নাঈম রহমান নবিড়ি, প্রকৌশলী মো. নাসরি উদ্দীন শাহ, প্রকৌশলী মো. মাহাবুর রহমান, প্রকৌশলী মো. সামউিল ইসলাম রবনি, প্রকৌশলী তাপস কুমার সরকার।
আরো উপস্থতি ছলিনে, প্রকৌশলী মো. মাসুম বাবু, প্রকৌশলী মো. শাহানুর আলম, প্রকৌশলী মাহবুব সালাম সতেু, প্রকৌশলী মামুন অর রশদি, প্রকৌশলী জামলি আক্তার, প্রকৌশলী সুব্রত কুমার ঘোষ জনি, প্রকৌশলী তৌসফি আহমদে আকাশ, প্রকৌশলী সারওয়ার হোসনে প্রমুখ।
IPCS News : Dhaka : আমজাদ হোসনে শমিুল : রাজশাহী।