সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে সরকারি ব্যবস্থাপনায় হজ্জ পালন-কারীদের পুনর্মিলনী-সংবর্ধনা ও দোয়া

আপডেটঃ ৯:৩০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১০, ২০২২

নিউজ ডেস্কঃ

রাজশাহী:– রাজশাহীতে সরকারি ব্যবস্থাপনায় হজ্জ পালনকারীদের নিয়ে হজ্জ পুনর্মিলনী, সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ থেকে দিনব্যাপী রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।রাজশাহীতে সরকারিভাবে হজ্জ গাইডদের আয়োজনে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয়ের (রুয়েট) ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।হজ্জ গাইড আলহাজ্জ ড. এ কে এম মুস্তাফিজুর রহমান ও আবু সউদ মো. আব্দুল অদুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেন্যারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ডীন আলহাজ্জ প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার ও বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ডীন আলহাজ্জ প্রফেসর ড. মো. শহীদুল আলম।

ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ও হজ্জ গাইড এ কে এম মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ‘হজ্জ পরবর্তী জীবন’ বিষয়ের উপর আলোচনা করেন-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক আলহাজ্জ ড. মুহা. উবায়দুল্লাহ।

অনুষ্ঠানে বাংলাদেশের কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় পর্যায়ে কৃষি-পদক (এআইপি) সম্মামনা -২০২০ অর্জন করায় নওগাঁর মান্দা উপজেলার শাহ্কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘরের প্রতিষ্ঠাতা আলহাজ্জ মো. জাহাঙ্গীর আলম শাহ্কে রাজশাহীতে সরকারিভাবে হজ্জ পালনকারীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্জ মো. জাহাঙ্গীর আলম শাহ্-এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।এআইপি সম্মাননা-২০২০’ অর্জন করায় রাজশাহী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম ও ডা. মো. শফিকুল ইসলাম তাকে উপহার সামগ্রী প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে হজ্জ গাইড আলহাজ্জ ড. এ কে এম মুস্তাফিজুর রহমান হজ্জ পালনকারীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সরকারি ব্যবস্থাপনায় নিশ্চিন্তে কোনো ধরনের ঝামেলা ছাড়াই হজ্জের সকল কার্য সম্পাদন করেছেন।

আপনারা জানেন- সরকারিভাবে ওমরা পালনের কোনো ব্যবস্থা নেই।এজন্য আপনারা এবং আপনাদের পরিবারের কোনো সদস্য কিংবা আত্মীয়-স্বজন ওমরা পালন করতে চাইলে আমি কোনো ধরনের দুর্ভোগ কিংবা হয়রানি ব্যতিরেকেই ওমরা পালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।পুনর্মিলনী অনুষ্ঠানে দুই শতাধিক হজ্জ পালনকারী তাদের স্ব-স্ব হজ্জ পালনের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো. আবু সালেহ্ সকলকে নিয়ে দেশ-জাতির মঙ্গল কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

IPCS News : Dhaka : আমজাদ হোসেন শিমুল : রাজশাহী।