রাজশাহীতে রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ৩ নেতার জামিনঃ
আপডেটঃ ১:১১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৭, ২০২১
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগর প্রতিনিধি :- রাষ্ট্রদ্রোহ মামলায় রাজশাহী বিএনপির শীর্ষ তিন নেতাকে জামিন দিয়েছে আদালত।রোববার দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ এ এইচ এম ইলিয়াস হোসাইন তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।জামিন প্রাপ্ত নেতারা হলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।এর আগে রোববার দুপুরে তাদের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করে।পরে শুনানী শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ এইচ এম ইলিয়াস হোসাইন তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।আদালত সূত্রে, এর আগে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা সহ নির্বাচিত সরকার উৎখাতের প্রকাশ্য ঘোষণা ও হুমকি প্রদর্শন করে বিএনপি নেতারা।
এনিয়ে গত ১৬ মার্চ আদালতে ৪ বিএনপি নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন নগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম।পাঁচ মাস পর বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বাদে ৩ বিএনপি নেতা এই মামলায় উচ্চ আদালত আপিল করে।
IPCS News Report : Dhaka : রাজশাহী।