সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে মিডিয়াকাপ ক্রিকেট শুরু

আপডেটঃ ২:১৩ অপরাহ্ণ | মার্চ ০৫, ২০২২

নিউজ ডেস্কঃ

রাজশাহীতে শুরু হয়েছে ষষ্ঠ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট।রাজশাহী সাংবাদিক ইউনিয়ন আয়োজিত টুর্নামেন্টার আয়োজন করেছে।শুক্রবার দুপুরে রাজশাহী কলেজ মাঠে এ টুর্নামেন্টর উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক প্রদীপ কুমার পান্ডে, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, বাংলাদেশ ফেডারেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক দীপ আজাদ, যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, সদস্য বদরুল হাসান লিটন।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক।শুধুমাত্র রাজশাহী কর্মরত সাংবাদিকদের অংশ গ্রহনে ছয়জন সিনিয়র সাংবাদিকের ছয়টি টিম এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।উদ্বোধনী ম্যাচে ৪৪  রানে‌ ম্যাঙ্গ কিংকে হারিয়েছে বরেন্দ্র হান্ডার এবং অপর খেলায়পদ্মা ফাইটারস কে হারিয়েছে বরাল লায়ন।টুনামেন্টের স্পেন্সার লবঙ্গ চাইনিজ এন্ড ফাস্টফুট।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ, রাজশাহী।