রাজশাহীতে মাছচাষী ও নৈশপ্রহরীর লাশ উদ্ধার
আপডেটঃ ৪:১৪ অপরাহ্ণ | আগস্ট ৩০, ২০২১
নিউজ ডেস্কঃ
রাজশাহীতে হাত-পা বাধা দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৩০ আগষ্ট) সকালে নগরীর শাহমুধদুম থানা নওদাপাড়া ও গোদাগাড়ী উপজেলার গোগ্রাম গ্রামে এই দুইটি লাশ পাওয়া যায়।পুলিশ জানিয়েছে, রাজশাহীর গোদাগাড়ী গোগ্রামের মৎস চাষী মাসুদ আলীর (৪২) হাত-পা বাঁধা লাশ পাওয়া যায়।এছাড়াও নগরের শাহমুখদুম থানার নওদাপাড়া থেকে অটোরিকশা গ্যারেজের নাইটগার্ড আনিসুর রহমানের (৬২) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।এ গ্যারেজ থেকে একটি অটোরিকশা খোয়া গেছে।দুইটি লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় হাত-পা বাঁধা এক মৎস্য চাষীর লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকালে উপজেলার গোগ্রাম ইউনিয়নের কালাদিঘী এলাকায় পুকুর পাড় একটি টিন সেটের ঘর থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
এঘটনায় ওই মৎস্য চাষীর সহকারী একজন আহত হয়েছেন।ওসির ধারণা, রোববার দিবাগত রাতের কোন একসময় দুর্বৃত্তরা ওই মৎস্য চাষীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ঘটনাস্থলে ফেলে যায়।নিহত মৎস্য চাষী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চাপাল গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে মাসুদ আলী (৪২)।
আহত সহকারী হলেন একই ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের রিয়াজের ছেলে লিটন (৩৬)।এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গোগ্রাম ইউনিয়নের লালাদিঘী এলাকায় পুকুরের পাড়ে হাত পা ও মুখে গামছা বাঁধা অবস্থায় মৎস্য চাষী মাসুদের লাশ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী।
ওই মৎস্য চাষী সাদা টি শার্ট ও লুঙ্গি পরা ছিল। মাছ ধরা জাল দিয়ে হাত-পা বাঁধা এবং মুখে ও গলায় গামছা পেঁচানো ছিল।
IPCS News Report : Dhaka: বাবুল : রাজশাহী।