রাজশাহীতে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা
আপডেটঃ ৬:৫৮ অপরাহ্ণ | নভেম্বর ০৮, ২০২১
নিউজ ডেস্কঃ
রাজশাহী প্রতিনিধি:- রাজশাহী মহানগরীতে ঘরের তালা ভেঙ্গে সাজেদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।৭ নভেম্বর রোববার দিবাগত রাত ২টার দিকে নগরীর মতিহার থানাধিন বাজে কাজলা বৌ-বাজার এলাকায় বসত ঘরের খাটের নিচে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বৃদ্ধার নাম সাজেদা বেগম।সে এলাকার মৃত মাসেমের স্ত্রী।স্থানীয়দদের ৯৯৯-এ কলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙ্গে সাজেদা বেগমের লাশ উদ্ধার করেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলী তুহিন ও সঙ্গীয় ফোর্স।স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে গত ২দিন আগে বৃদ্ধাকে মারপিট করে শ্বাসরোধ করে হত্যার পর বসত ঘরে ঢুকিয়ে তালা বন্ধ করে রেখেছিলো।তাদের সন্দেহ বৃদ্ধার বড় ছেলে উজির, তার ছোট ছেলে আজাদ ও তার স্ত্রী এ ঘটনা ঘটিয়েছে।
মতিহার জোর অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. হাবিবুর রহমান জানান, তালাবন্ধ ঘরে থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।ধারনা করা হচ্ছে ঘরের থাকা পেশারকুকারের বৈদ্যুতিক তার দিয়ে গলায় পেঁচিয়ে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।তার তিন মেয়ে ও দুই ছেলেকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলী তুহিন জানান, বৃদ্ধাকে হত্যাকান্ডের ঘটনায় তার মেয়ে রিনা বাদি হয়ে অজ্ঞাত নামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।