রাজশাহীতে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
আপডেটঃ ৬:০০ অপরাহ্ণ | জানুয়ারি ১৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- তাপমাত্রা কমে যাওয়ায় রাজশাহীতে ছিন্নমূল, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষজন গরম কাপড়ের অভাবে প্রচন্ড শীতে কাহিল হয়ে পড়েছে।এসব মানুষগুলোর পাশে শীতবস্ত্র নিয়ে প্রতিদিন কোননা কোন স্বেচ্ছাসেবি সংগঠন ও প্রতিষ্ঠান হাজির হচ্ছেন।এ ছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০ টি ওয়ার্ডের কমিশনারেরা ব্যাক্তিগত ও কর্পোরেশনের সহায়াতাই শীতবস্ত্র বিতরন অব্যহত রেখেছেন।মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের কম্বল বিতরন;-মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের উদ্যোগে রাজশাহী মহানগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় দুঃস্থ্য শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।বুধবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মতিহার থানা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম সম্পাদক মোঃ আব্দুস সোহেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রামেক হাসপাতালে শিশুদের মাঝে গরম পোষাক বিতরন:- রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) শিশুদের মাঝে গরম পোশাক বিতরণ করা হয়েছে।আজ বুধবার বেলা সাড়ে ১১টায় রামেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে এসব কম্বল বিতরণ করা হয়।আ. আ. ম. মেসবাহুল হক ওরফে বাচ্চুর মেয়ে ফারহানা হক জিনিয়ার ব্যাক্তিগত উদ্যোগে ১২২জনের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমান ও রামেক হাসপাতালের সহকারি পরিচালক (হাসপাতাল) নাসিম আখতারসহ ওয়ার্ডের চিকিৎসক ও নার্সরা।
বিজিবির শীতবস্ত্র বিতরন:-রাজশাহীতে বিজিবির পক্ষ থেকে গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বিনামূলে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।মঙ্গলবার বেলা ১১টার দিকে মহানগরীর ১৯নং ওয়ার্ডের ছোট বনগ্রাম ঈদগাহ মাঠে প্রায় ৫০০ অসহায়-দরিদ্র মানুষের মাঝে এসকল শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লফিত খান।এসময় বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনসহ বিজিবির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিজিবির রাজশাহী ব্যাটালিয়ন-১ এর ব্যবস্থপনায় মেডিকেল ক্যাম্পাইনে রাজশাহী সেক্টর এর মেডিকেল অফিসার ডাঃ মুশাব্বিার আহম্মেদ দুস্থ-অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূলে চিকিৎসা সেবা প্রদান করেন।গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বুকের মাঝে চীতবস্ত্র বিতরণ:- গ্রামীণ ব্যাংক রাজশাহী যোনের পুঠিয়া এরিয়ায় অসহায় শীতার্ত ভিক্ষুকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
পুঠিয়া এরিয়ার বিভিন্ন শাখায় তাহেরপুর,আড়ানী, নিমপাড়া,ভায়ালক্ষীপুর,পুঠিয়াসহ বিভিন্ন ইউনিটে অসহায় শীতার্ত ভিক্ষুকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।তারই ধারাবাহিকতায় গ্রামীণ ব্যাংক চারঘাট শাখার উদ্যোগে বুধবার (১১ জানুয়ারী) দুপুর ১টায় চারঘাট গ্রামীণ ব্যাংক নিজ কার্যালয়ে এক আলোচনা সভা ও ভিক্ষকদের মাঝে শীর্তাত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া এরিয়া ম্যানেজার মিজান রহমান,পুঠিয়া প্রোগ্রাম অফিসার আবু শামসুজ্জোহা, চারঘাট গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক জিয়াউর রহমান,অত্র শাখার সহকারী ম্যানেজার শহিদুজ্জামানসহ ব্যাংক শাখা দপ্তরের সহকর্মী, সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।