রাজশাহীতে বাস শ্রমিকদের হামলায় ৮০ সিএনজি ভাঙচুর, ৪০ চালক আহত
আপডেটঃ ২:২৩ অপরাহ্ণ | ডিসেম্বর ১৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর রেলগেট এলাকায় সিএনজি চালকদের ওপর বাস শ্রমিকদের হামলায় প্রায় ৭০-৮০টি সিএনজি ভাঙচুর এবং ৪০ জনের বেশি চালক আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী বাস শ্রমিক ইউনিয়নের স্বঘোষিত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে দেশীয় অস্ত্র, রড, হাতুড়ি এবং পিস্তল নিয়ে এই হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, পাখি নিজে দুই হাতে দুটি পিস্তল নিয়ে হামলার নেতৃত্ব দেন।
সিএনজি চালক আব্দুস সালাম জানান, যাত্রী অপেক্ষায় তারা রেলগেট স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ শতাধিক বাস শ্রমিক তাদের ঘিরে ফেলে হামলা শুরু করে। হামলাকারীরা রড, হাতুড়ি, এবং ধারালো অস্ত্র দিয়ে সিএনজি ভাঙচুর করে এবং চালকদের মারধর করে। অপর এক চালক হাসিবুল ইসলাম জানান, পাখির নেতৃত্বে তারা এক ঘণ্টারও বেশি সময় ধরে হামলা চালায়। তাদের হাতে লাঠি, লোহার রড, এবং পিস্তল ছিল। এতে ৮০টি সিএনজি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৪০ জন চালক আহত হয়েছেন।
সিএনজি মালিক সমিতির সহ-সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, এই হামলায় প্রায় ১০০টিরও বেশি সিএনজি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মালিক সমিতি এই হামলার ক্ষতিপূরণ দাবি করেছে এবং হামলাকারীদের শাস্তির দাবিতে রাস্তায় বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদী মাসুদ জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৬ ডিসেম্বর রাজশাহীর তানোরে সিএনজি চালকদের হামলায় পাঁচ বাস শ্রমিক আহত হন। এর জেরে শ্রমিকরা রেলগেট এলাকায় এই হামলা চালায়। সিএনজি চালকরা ক্ষতিপূরণ এবং দোষীদের শাস্তি দাবি করে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। এই ঘটনার পর রাজশাহীতে পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
IPCS News : Dhaka : রাজশাহী।