সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে ফেনসিডিলের চালানসহ আটক-৩

আপডেটঃ ৫:০৭ অপরাহ্ণ | নভেম্বর ২০, ২০২১

নিউজ ডেস্কঃ

রাজশাহী প্রতিনিধি:- বিপুল পরিমান ফেনসিডিলের চালানসহ ৩জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।শনিবার ভোর পৌনে ৫টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধিন পাঠানপাড়া এলাকা দিয়ে বস্তা ভর্তি ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়।এ সময় বস্তাতে থাকা ২৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।যাহার মূল্য দুই লাখ টাকা।আটককৃতরা হচ্ছে ,কাটাখালী থানাধিন চর-খিদিরপুর পশ্চিমপাড়া পাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে মোঃ দুলাল হোসেন (৪০) একই গ্রামের হান্নানের ছেলে মোঃ সুজন (২৬) ও নগরীর দামকুড়া থানাধিন চরমাজার দিয়ার (পাকের মোড়) এলাকার মৃত আব্দুল রহমানের ছেলে মোঃ মুসলেম আলী (২৯)।তথ্যটি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল জানান, শনিবার ভোরে তিনজন ব্যক্তি পদ্মা নদীর ধার দিয়ে মাথায় বস্তা নিয়ে নগরীর বোয়ালিয়া থানার পাঠানপাড়া এলাকা দিকে আসছে।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ রেজাউল হাসান, এসআই মোঃ রবিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।এ সময় মাথায় বস্তা ভর্তি ফেনসিডিলসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা ।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।