সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা

আপডেটঃ ২:১০ অপরাহ্ণ | জানুয়ারি ২২, ২০২৪

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহীর বাঘায় মাংসের দাম নিয়ে দ্বন্দ্বে প্রকাশ্যে ছুরিকাঘাত করে মামুন হোসেন(৩০) নামের  একটা মাংস বিক্রেতাকে হত্যা করা হয়েছে।২০ জানুয়ারী শনিবার সকাল ১০টার দিকে জেলার আড়ানী হাটে এ ঘটনা ঘটে। মামুন হোসেন আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।প্রতক্ষ্যদর্শীরা জানায়, মামুন হোসেন আড়ানী হাটে গরু জবাই করে মাংস বিক্রি করছিল।এ সময় একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে খোকন হোসেনও পাশে মাংস বিক্রি করছিলেন।দুজনের মধ্যে মাংস বিক্রি নিয়ে কথাকাটাকাটি হয়।একপর্যায়ে খোকনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মামুনকে কুপিয়ে জখম করে।তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।এ বিষয়ে খোকনের লেবার আবদুস সালাম ও রফিকুল ইসলাম বলেন, মামুন ও খোকন পরস্পর মামাতো-ফুফাতো ভাই।একসঙ্গে তারা মাংসের ব্যবসা করতেন।

কিছু দিন আগে থেকে তারা ব্যবসা আলাদা করেছেন।শনিবার তারা দুজন পাশাপাশি মাংস বিক্রি করছিলেন।খোকন ৭০০ টাকা এবং মামুন ৬৫০ টাকা প্রতি কেজি হিসেবে মাংস বিক্রি করছিলেন।এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে ছুরি দিয়ে কুপিয়ে মামুনকে হত্যা করে।এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ  আমিনুল ইসলাম বলেন, বর্তমানে খোকন পলাতক রয়েছেন।

IPCS News : Dhaka : আবুল কাালাম আজাদ : রাজশাহী।