সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে পুকুরে ডুবে প্রাণ ২ শিশুর মৃত্যু

আপডেটঃ ৬:৩৬ অপরাহ্ণ | মে ৩০, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহীতে পুকুরেগোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর হেতেমখাঁ গোরস্থান সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।নিহত শিশুরা হলো- নগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ ছোট মসজিদ এলাকার গোবিন্দর ছেলে অনন্ত (৬) ও একই এলাকার নীরেনের ছেলে নির্ঝর (৯)।বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ  সোহরাওয়ার্দী হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, হেতেমখাঁ কবরস্থান সংলগ্ন পুকুরে বেলা সাড়ে ১১টার দিকে ওই শিশুরা গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।পরে স্থানীয়রা একজনকে মৃত ও একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন।আহত শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়ছে।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।