সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে পাসের হার ৭৮.৪৬ শতাংশ: রাজশাহী কলেজে এবারও ঈর্শণীয় ফল ৪৪৯ জনের মধ্যে ৪৪৭ জিপিএ ৫

আপডেটঃ ১:০২ অপরাহ্ণ | নভেম্বর ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার ৭৮.৪৬ শতাংশ।জিপিএ ৫ পেয়েছে মোট ১১ হাজার ২৫৮ জন শিক্ষার্থী।রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো ১ লাখ ৪০ হাজার ১১৫ জন পরীক্ষার্থী।যা গত বছরের তুলনায় ৯ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থী বেশি।পাশ করেছে ১লাখ ৮ হাজার ৫৮০ জন।এ শিক্ষাবোর্ডে ২০২২ সালে পাশের হার ছিলো ৮১. ৬০ শতাংশ।ছাত্রদের পাশের হার ৭৩.৫৫ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮৩.৯৭ শতাং।ছাত্রদের জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৪৫ এবং ছাত্রীদের জিপিএ-৫ এর সংখ্যা ৫ হাজার ৮১৩ জন।এক বিষয়ে অতৃককার্য শিক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৭৮০ জন।২০২২ সালে ছিলো ১৭ হাজার৫৭৯ জন।এক বিষয়ে অকৃতকার্যের হার ১৮.২৯ শতাংশ।শতভাগ পাশকৃত কলেজের সংখ্যা ৩৭টি যা ২০২২ সালে ছিলো ৩১টি।

★রাজশাহী কলেজে  এবারও ঈর্শণীয় ফল:-৪৪৯ জনের মধ্যে ৪৪৭ জিপিএ ৫।রাজশাহী কলেজে এইচএসসি পরীক্ষায় এবারও ঈর্শণীয় ফলাফল হয়েছে।৪৪৯ জনের মধ্যে সবাই পাশ করেছে। যার মধ্যে ৪৪৭ জেই জিপিএ-৫ পেয়েছে।এছাড়াও দুইজন পেয়েছেন এ মাইনাস।এ কলেজ থেকে এবার বিজ্ঞান বিভিাগ থেকে ২৬৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২৪৮ জন জিপিএ-৫ পেয়েছে।

১৬ জন পেয়েছে এ।মানবিক বিভাগ থেকে ৯২ জন অংশ নিয়ে ৮১ জন জিপিএ-৫ পেয়েছে।১১ জন পেয়েছে এ।আর ব্যবসায় শাখা থেকে ৯৩ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন।এ পেয়েছে ৯ জন।রাজশাহী কলেজ অধ্যক্ষ আব্দুল খালেক বলেন, শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবক সবাই মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে এ ফলাফল হয়েছে।আমরা সবার প্রতি কৃতজ্ঞ।

তবে তার পরেও সামান্যতম অতৃপ্তি থেকে গেছে যে, ৩৭ জন এ প্লাস পাইনি।আমরা আগামীতে সবাইকে নিয়ে চেষ্টা করবো সকল শিক্ষার্থীই যেন এ প্লাস পাই।এটিই আমাদের বড় লক্ষ্য।আমরা সে লক্ষ্যেই এখানে শিক্ষার্থীদের গড়ে তোলার চেষ্টা করি।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।