সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

আপডেটঃ ৯:২১ অপরাহ্ণ | অক্টোবর ১৮, ২০২২

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন।মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা ও শিশুদের নিয়ে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়েছে।

**বর্ণাঢ্য আয়োজনে রাসিকের শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপনঃ-রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আজ সকালে নগর ভবনে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনের পর সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া- মোনাজাত করা হয়।এরপর বেলুন-ফেস্টুন পায়রা উড়িয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়।নগর ভবন থেকে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি।র‌্যালিটি শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর ঘুরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নগর ভবনে গিয়ে শেষ হয়।

এরপর শিশুদের নিয়ে কেক কাটা হয়।পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।বাদ যোহর সকল মসজিদে ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে দোয়া ও প্রার্থণার আয়োজন করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষ্যে রঙিন পতাকা ও ব্যানার-ফেস্টুন দিয়ে রাজশাহীকে বর্ণিলভাবে সাজানো হয়।কর্মসূচিতে রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

**রেলওয়ে পশ্চিম রাজশাহীর শেখ রাসেলের জন্মদিন পালনঃ-

নানা আয়োজনের মধ্যদিয়ে শেখ রাসেলের জন্মদিন পালন করেছেন পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ।পশ্চীম রেলের মহা-ব্যবস্থাপক অসিম কুমার তালুকদার উর্ধতন কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকলীগ নেতাদের নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন,দোয়ামাহাফিল, এতিম দুঃস্থ দের মাঝে খাবার বিতরন ও আলোচনা সভার আয়োজন করেন।

**রাজশাহী নগর পুলিশ কমিশনারের শ্রদ্ধা নিবেদনঃ-১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রসেল এর জন্মদিন।দিবসটি উপলক্ষ্যে রাজশাহী শিল্পকলা একাডেমিতে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী মহানগর (আরএমপি) পুলিশের পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক।

পরে তিনি বিভাগীয় ও জেলা প্রশাসন রাজশাহী’র উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালীতে অংশ নেন।এরপর জেলা শিল্পকলা একাডেমিতে শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

এসময় আরও উপস্থিতি ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) জনাব সামসুন নাহার, বিপিএম-সহ আরএমপি’র ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

উল্লেখ্য, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন।১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি রাসেল।সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।