রাজশাহীতে দুই পুলিশ সদস্যকে আটক
আপডেটঃ ১:০৭ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দুই পুলিশ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।১লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে তাদের নিজ নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।আটককৃত পুলিশ সদস্যদ্বয় হলেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের কম্পিউটার অপারেটর কাম পুলিশ কনস্টেবল শাহরিয়ার পারভেজ শিমুল ও আরএমপিতে কর্মরত পুলিশ কনস্টেবল আব্দুর রহমান।শাহরিয়ার পারভেজ শিমুলের বাড়ি রাজশাহীর মোহনপুরে।আব্দুর রহমানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, তাদের আটকের পর রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তাদের কাছ থেকে সাইবার অপরাধ সংক্রান্ত কিছু ডিভাইস উদ্ধার করা হয়েছে।গোয়েন্দা পুলিশ সেগুলি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।
আরএমপির কর্মকর্তারা দুই পুলিশ আটকের বিষয়টি অস্বীকার করলেও আটক দুই পুলিশের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারের (ডিসি) দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি কেএম আরিফুল হক বলেন, এমন কোনো ঘটনা ঘটে থাকলে পরে নিশ্চয়ই আপনাদের জানানো হবে।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার (আরএমপি) বিপ্লব বিজয় তালুকদার বলেন, আমি রাজশাহীর বাইরে ছিলাম। বিষয়টি জেনে পরে জানাব।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।