সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

“রাজশাহীতে ডেঙ্গুর ঝুঁকি বাড়ছেই” চিকিৎসাধীন অর্ধেক ডেঙ্গু রোগীই স্থানীয় ভাবে আক্রান্ত

আপডেটঃ ৭:২৮ অপরাহ্ণ | জুলাই ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অর্ধেক ডেঙ্গু রোগীই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।ফলে ডেঙ্গুর ঝুঁকি দিনের দিন বাড়তেই আছে।রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় শয্যা সংকটে পাড়ারও শঙ্কা রয়েছে।হাসাপাতালের ৩০ নম্বর ওয়ার্ডটিকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করা হলেও রোগীর সংখ্যা বাড়ায় ১০ নং ওয়ার্ডে থেকেও রোগীরা চিকিৎসা নিচ্ছেন।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেলো ২৪ ঘন্টায় নতুন করে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।এনিয়ে বর্তমানে সেখানে ২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।এদের মধ্যে ১৩ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।বাকিরা ঢাকায় গিয়ে আক্রান্ত হন।এনিয়ে এখন পর্যন্ত ১০৩ জনকে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।এদের মধ্যে ৭৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।আর মারা গেছেন এক জন।হাসাপাতালের আইসিইউতে ভর্তি আছেন একজন।

রামেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ইনচার্জ ও মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. তানজিজুল বারি বলেন, শুরুর দিকে ঢাকায় গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হলেও এখন স্থানীয় পর্যায়ে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।বর্তমানে যেসব রোগী আছে তার অর্ধেকই রাজশাহীতেই আক্রান্ত হয়েছে।যারা ভর্তি আছেন তারা পুরোপুরি আশঙ্কা মুক্ত নন।তবে প্রায় সবার অবস্থা স্তিতিশীল।

ডেঙ্গু রোগীদের প্রাথমিক পরীক্ষা হাসপাতালেই বিনামূল্যে দেওয়া হচ্ছে।রক্তের যে পরীক্ষা সিটিও অগ্রাধীকার ভিত্তিতে রাত ১০ টা পর্যন্ত দেওয়া হচ্ছে।এদিকে, রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচলনা অব্যাহত রেখেছে রাজশাহী সিটি কর্পোরেশন।গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) মহানগরীর ভদ্রা এলাকায় সড়কের ফুটপাতে ভাঙ্গারি জিনিসপত্র রাখায় একজনকে আটক করা হয়।

আর মহানগরীর সাগরপাড়া এলাকায় একটি পেট্রোল পাম্পে পরিত্যাক্ত টায়ারে জমে থাকা পানিতে এডিসের লার্ভা পাওয়ায় কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এছাড়া বিভিন্ন আবাসিক ও নির্মানাধীন ভবনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জমে থাকা পানি পরীক্ষা করে এডিসের লার্ভা পাওয়া গেলে তাদের জরিমানাসহ সতর্ক করা হচ্ছে।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশা্হী।