সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে ট্রাফিক পুলিশকে লাথি মারার অপরাধে এক নারী আটক

আপডেটঃ ১:০৬ অপরাহ্ণ | ডিসেম্বর ১৩, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহীতে ট্রাফিক পুলিশকে জনসম্মুখে লাথ্যি মারার ঘটনায় এক নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশ।১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন হোটেল রহমানিয়ার সামনে এ ঘটনা ঘটে।আটক ওই নারীর নাম রানী (৪৫)।নগরীর বোয়ালিয়া থানার ওসি হুমায়ন কবির জানান, সেখানে ডিউটরত ট্রাফিক কনস্টেবল মোঃ বজলুর রহমান দায়িত্ব পালনকালী সময় বেরিগেড দিয়ে যানবাহন তল্লাশি করছিলেন।ঐ সময়  রিক্সার যাত্রী রানী, পুলিশের বেরিগেট অতিক্রম করে যেতে চাইলে ট্রাফিক পুলিশ কনস্টেবল বজলু তাকে বাধা দেন।এতে বিরক্ত হয়ে আটক কৃত ঐ নারী পুলিশ সদস্য বজলুর সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন।এক পর্যায়ে রিকশা থেকে নেমে রিক্সার যাত্রী রানি ট্রাফিক কনস্টেবলের জামা ধরে (ইউনিফর্ম) স্পর্শ কাতর যায়গায় লাথি মারেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এসময় ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক সার্জেন্ট সাবিহা খাতুন বোয়ালিয়া থানা পুলিশকে খবর দেন।বোয়ালিয়া থানা পুলিশ গিয়ে রিক্সার যাত্রী রানীকে আটক করে থানায় নিয়ে যান।পুলিশের বাধায় ওপুলিশ হেফাজতে থাকায় ঐ নারীর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।