রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট-অবৈধ ঔষধসহ ৩ জনকে আটক করেছে র্যাব-৫
আপডেটঃ ৪:৪৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৭, ২০২১
নিউজ ডেস্কঃ
রাজশাহী প্রতিনিধি:-রাজশাহী মহানগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও অবৈধ ঔষধসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।সোমবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯ টায় মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর বাজারস্থ মডেল মেডিসিন মার্কেটের ২য় তলার মেসার্স মনোয়ারা ফার্মেসী থেকে তাদের গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছ থেকে ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৪৯০ পিচ অন্যান্য ঔষধ, ৪টি মোবাইল, ৫টি সীমকার্ড, ১টি মেমোরিকার্ড, ও নগদ ১,২৭,৬০০টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলো, নগরীর রাজপাড়া থানাধীন কাজিহাটা লক্ষীপুরের (ওয়ার্ড-০৮) মোফাজ্জাল হোসেনের ছেলে মোঃ আঃ সাত্তার (৬৫), গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানাধীন টুটাপাড়া গ্রামের মৃত সুলতান শেখের ছেলে মোঃ আখিনুর শেখ (৩০) ও বগুড়া জেলার গাবতলী থানাধীন বাইগুনি বাওইটোনা গ্রামের মোঃ ডাবলু মিয়ার ছেলে মোঃ ফারহান আদিল (১৯)।
র্যাব-৫ জানায়, উল্লেখিত ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় নিষিদ্ধ ট্যাবলেট (সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত মাদক) ও বর্ণিত যৌন উত্তেজক ক্যাপসুল অবৈধভাবে গোপনে সংগ্রহ করে উক্ত মনোয়ারা ফার্মেসীর ভিতরে বিশেষ কায়দায় সংরক্ষণ করিয়া মাদক হিসাবে এলাকার মাদক সেবীদের নিকট গোপনে বিক্রয় করে বলে প্রকাশ করে।আসামীদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ২৯ (ক)/৪১ ধারার মামলা রুজু করা হয়েছে।
IPCS News Report : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।