রাজশাহীতে জেল হত্যা দিবসে জাতীয় চার নেতাকে স্মরণ
আপডেটঃ ১:২২ অপরাহ্ণ | নভেম্বর ০৩, ২০২১
নিউজ ডেস্কঃ
রাজশাহী প্রতিনিধি :- সাড়ে চার দশক আগে কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার দিনটি নানা কর্মসূচিতে স্মরণ করছে বাংলাদেশ।সকালে ঢাকার বনানী কবরস্থানে তিনজন ও রাজশাহী নগরীর কাদিরগঞ্জ পরিবারিক কবরস্থানে একজনের সমাধিত ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়।বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন।রাষ্ট্রের হেফাজতে জেলখানায় জাতীয় চার নেতা হত্যার দিনটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।করোনাভাইরাস মহামারীর কারণে গতবারের মত এবারও জনসমাগম সীমিত করে জেলহত্যা দিবসের কর্মসূচি পালিত হচ্ছে।আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ধারণ করেছেন শোকের কালো ব্যাজ।
দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সংগঠনের বিভিন্ন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়; উত্তোলন করা হয় কালো পতাকা।দিনটি উপলক্ষে বুধবার সকালে রাজশাহীতে কামারুজ্জামানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্থরের মানুষ।শ্রদ্ধা জানায় পরিবারের সদস্যরাও।পরিবার, দল ও সিটি করপোরেশনের পক্ষ থেকে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।প্রথমে সিটি করপোরেশনের পক্ষ থেকে ও পরে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে মেয়র লিটন পুস্পস্তবক অর্পন করেন।শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ফাতেহা পাঠ, মিলাদ ও মোনাজাতেও অংশ নেন দলের নেতাকর্মীরা।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।