সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে জেলা পর্যায়ের স্কুল রাগবী প্রশিক্ষন শিবির শুরু

আপডেটঃ ৭:০৯ অপরাহ্ণ | নভেম্বর ০৮, ২০২১

নিউজ ডেস্কঃ

বাংলাদেশ রাগবী ফেডারেশনের আর্থিক সহযোগিতায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ২২ প্রশিক্ষনার্থী নিয়ে তিনদিন ব্যাপী বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকি উপলক্ষে জেলা পর্যায়ের স্কুল রাগবী প্রশিক্ষক প্রশিক্ষন শিবির শুরু হয়েছে।প্রশিক্ষন প্রদান করছে রাগবী ফেডারেশন (ইউনিয়ান) এর প্রশিক্ষক শাহরিয়ার হোসেন আদ্রা।তাকে সহযোগিতা করবেন মোঃ রকিবুল হাসান তুষ্ট।গতকাল সোমবার (৮ নভেম্বর) সকালে এই স্কুল প্রশিক্ষক প্রশিক্ষন শিবিরের উদ্বোধন করেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী।এর তিনি বলেন খেলাধুলায় প্রশিক্ষনের বিকল্প নাই যে কোন খেলা করতে হলে আগে প্রশিক্ষন গ্রহন করা প্রয়োজন।বাংলাদেশ রাগবী ফেডারেশন ইউনিয়ন আজ এই প্রশিক্ষনের যে সুবিধা দিয়েছে তা আমি ও আমার প্রতিষ্টান গর্বিত।

পরবর্তীতে রাগবী খেলার বিষয়ে সহযোগিতা করলে আমরা আরো আনন্দিত হবো এবং এই খেলার প্রতি উৎসাহিত হতে পারবো।এ সময় জেলা রাগবী সমিতির সদস্য সচিব এস এম আরিফ রতন, হকি সম্পাদক মোঃ তৌফিকুর রহমান রতনসহ অন্য সদস্যগন উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : জি এম. হাসান ই-সালাম বাবুল : রাজশাহী।