সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আখতারের ইস্তেহার ঘোষণা

আপডেটঃ ১০:৪৪ অপরাহ্ণ | অক্টোবর ১৪, ২০২২

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহীতে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান আখতারের ইস্তেহার ঘোষণা করেছেন।১৪ অক্টোবর শুক্রবার সকালে রাজশাহীর একটি রেস্টুরেন্টে ইশতেহার ঘোষণা করেন।তার নির্বাচনী ইশতেহারে বলেন, তিনি নির্বাচিত হলে জন প্রতিনিধিদের জন্য বিশ্রামাগার, রাজশাহী প্রবেশ তোরণসহ ১০ দফা ইস্তেহার ঘোষণা করেন।

ইস্তেহারে আখতার বলেন, রাজশাহীর ইতিহাস, ঐতিহ্যের সাথে মিল রেখে রাজশাহী জেলাতে প্রবেশের তিন দিকে তিনটি আকর্ষনীয় ‘প্রবেশ তোরণ’ নির্মাণ করবো।রাজশাহী জেলা পরিষদের অব্যবহৃত ভূমি জেলা তৃণমূলে নির্বাচিত জন প্রতিনিধিদের সাথে আলোচনা করে জনগণের কল্যাণে ব্যবহার করা হবে।

রাজশাহীর ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করে বর্তমান প্রজন্মের জন্য রাজশাহী জেলা পরিষদের অর্থায়নে একটি সংগ্রহশালা ও গ্রন্থাগার গড়ে তোলা হবে।ঐতিহাসিক স্থাপনা, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণ ও উপজেলা ভিত্তিক গ্রন্থাগার রাজশাহী জেলা পরিষদের অর্থায়নে নির্মাণের অগ্রণী ভূমিকা রাখবো।

রাজশাহীতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের জন্য রাজশাহী শহরে জেলা পরিষদের নিজস্ব জায়গাতে একটি আধুনিক আবাসিক বিশ্রামাগার নির্মাণ করবো।এখানে স্থানীয় সরকারের জন প্রতিনিধিগণ নামমাত্র মূল্যে বিশ্রাম ব্যবহার করতে পারবেন।জেলা পরিষদের উন্নয়ন কাজে স্থানীয় জন প্রতিনিধিদের মতামত অগ্রাধিকার দেওয়া হবে।

রাজশাহীর প্রত্যেকটি উপজেলায় ডাকবাংলো থাকলেও সেগুলো প্রায় অব্যবহৃত থাকায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে।যা রাজশাহী জেলা পরিষদের সম্পদ।এই ডাকবাংলা গুলোর প্রয়োজনীয়তা বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।উন্নয়নের স্বার্থে করণীয় ঠিক করতে প্রতিবছর অন্তত দুই বার স্থানীয় জন প্রতিনিধিদের সাথে মতবিনিময় এর ব্যবস্থা করব।

রাজশাহী সীমান্তবর্তী এলাকার জনগণকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা ও মাদক ব্যবহারে নিরুৎসাহিত করার জন্য জনগণ ও স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে কাজ করবো।ও উপজেলা পর্যায়ে বাস স্ট্যান্ড গুলোতে যাত্রী ছাউনী, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশনের সুব্যবস্থা করবো।

আখতার বলেন, আগামী ১৭ অক্টোবর ২০২২ অনুষ্টিতব্য রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি।

এই নির্বাচনে রাজশাহী জেলার নির্বাচিত স্থানীয় সরকারের সম্মানিত প্রতিনিধিগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হলে আমার ঘোষিত ইস্তেহার বাস্তবায়নে সচেষ্ট থাকার অঙ্গিকারে উপস্থাপন করছি।আমি এই জেলা পরিষদের নির্বাচনে বিজয়ী হলে আমার এই নির্বাচনী ইস্তেহারে প্রস্তাবিত অঙ্গিকার গুলো বাস্তবায়নে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।