সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে ছুরিকাঘাতে কিশোর খুন

আপডেটঃ ৪:৫১ অপরাহ্ণ | ডিসেম্বর ২৬, ২০২১

নিউজ ডেস্কঃ

রাজশাহী মহানগরীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পারভেজ (১৬) নামের এক কিশোর খুন হয়েছে।২৫ ডিসেম্বর শনিবার দিবাগত রাত ১১ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।২৪ ডিসেম্বর শুক্রবার রাত ৮ টার দিকে নগরের কলাবাগান রাজিব চত্বরে তাকে ছুরিকাঘাত করা হয়।নিহত পারভেজ কলাবাগান এলাকার আবুল কালাম আজাদের ছেলে।পরভেজ হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানা গেছে, ক্রিকেট খেলার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে একই এলাকার মিলনের ছেলে আবিদ ও মুন্নার ছেলে শাকিল, পারভেজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেয় চিকিৎসকরা।শনিবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।