রাজশাহীতে ছিনতকাইকারী গ্রেফতার; মোবাইল ফোন উদ্ধার
আপডেটঃ ১২:০৯ অপরাহ্ণ | ডিসেম্বর ১৮, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে এক নারীর কাছ থেকে মোবাইল ফোন ও জাতীয় পরিচয় পত্র ছিনতাইয়ের অভিযোগে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।এসময় আসামির কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন ও জাতীয় পরিচয় পত্র উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামি মো: আরাফাত (৩২) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্ট কলেজপাড়ার মো: রায়হানুল হকের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ কাদিরগঞ্জের ফারজানা আক্তার বর্তমানে কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়ায় বসবাস করেন।গত ১৬ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যায় তিনি তাঁর ৫ বছর বয়সী ছেলেকে সাথে নিয়ে পাশের মুদিখানার দোকানে যান।দোকান থেকে ফেরার পথে বাসার সামনে পৌঁছালে আসামি আরাফাতসহ আরও একজন চাকু দেখিয়ে ফারজানাকে তাঁর মোবাইল ফোন দিয়ে দিতে বলে।
ফারজানা তাঁর মোবাইল ফোন দিতে অস্বীকার করলে আসামি আরাফাত চাকু দ্বারা জখম করে মোবাইল ও জাতীয় পরিচয় পত্র ছিনিয়ে নেয়।ফারজানা আক্তারের উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা রুজু হয়।
মামলা রুজু পরবর্তীতে আরএমপি’র কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আল মামুনের এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার শ্যামলী রানী বর্মনের দিকনির্দেশনায় কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: এমরান হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: হাসানুজ্জামান, এসআই জীবন চন্দ্র বর্মন ও তাঁর টিম আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেন।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।