রাজশাহীতে ছাত্র-শিবিরের ঝটিকা র্যালি, সরকার দুস্থদের খাবার দিতে ব্যর্থ হলে, ছাত্র-শিবির তাদের পাশে দাঁড়াবে:
আপডেটঃ ১:২৪ অপরাহ্ণ | এপ্রিল ০৩, ২০২২
নিউজ ডেস্কঃ
রাজশাহী: রাজশাহী নগরীতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবির।শনিবার (২এপ্রিল) দুপুরে রাজশাহীর টুলটুলিপাড়া মোড় থেকে শুরু হয়ে রাজশাহী কমিউনিটি সেন্টারের সামনে এসে র্যালিটি শেষ হয়।র্যালিতে উপস্থিত ছিলেন মহানগর শাখার সভাপতি হাফেজ খায়রুল ইসলাম ও মহানগর সেক্রেটারি সহ অন্যান্য নেতাকর্মীরা।র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর শিবির সভাপতি বলেন, দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ সকল কিছু বন্ধ রাখতে হবে, সমস্ত প্রকার অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করতে হবে।এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন যাত্রার মান দূর্বীসহ হয়ে উঠেছে।ফলে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে।তিনি আরো বলেন প্রতিটি দরিদ্র অসহায় মানুষের বাসায় সরকারের পক্ষ থেকে খাবার দিতে হবে এবং সরকার যদি খাবার পৌঁছে দিতে ব্যর্থ হয় তবে আগামীতে ছাত্রশিবির তহবিল গঠন করে সমস্ত অসহায় দরিদ্রদের পাশে দাঁড়াবে।
সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে র্যালী শেষ করা হয়।এই বিষয়ে নগরীর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ বলেন, বিষয়টি আমাদের জানা ছিলো না তবে আমরা খোঁজ নিচ্ছি।তারা হঠাৎ করেই রাস্তায় নেমে অল্প সময়ের জন্য চলে যায়।তবে তারা মিছিল করেনি।রমজান উপলক্ষে একটি র্যালি করেছে বলে জানতে পেরেছি।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।